ফুটপাতের ব্যবসা আপনাকে করবে কোটিপতি
আমরা অনেকে ফুটপাতের বা রাস্তার যে সকল ব্যবসা দেখি সেগুলো কে অবজ্ঞা করি। আমরা ভাবি তারা অনেক গরিব বা তাদের হয়তো কিছু নাই তাই তারা রাস্তায় ব্যবসা বা হকারি করে। কিন্তু এমন অনেক ফুটপাতের ব্যবসায়ি ও আছে যাদের মাসিক ইনকাম ২/৩ লক্ষ বা তার চেয়ে বেশি ও হয়। আসলে যারা ব্যবসা বুঝে তারা যে কোন যায়গা থেকে ই উঠে আসতে পারে। আমরা জানি যে আমাদের বাংলাদেশ এ এমন উদাহরণ ও কম নাই।
আপনি হয় তো আজ বেকার বা কোন চাকরি করছেন এখন কোন ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে কি ব্যবসা করবেন বা কি ভাবে শুরু করবেন তাদের জন্য আজ আমি কিছু উপয় বলব যে, কিভাবে আপনারা আপনাদের খুব কম পুজি থাকলে ও ফুটপাথে বা রাস্তায় ব্যবসা করে আপনাদের জীবনের প্রথম ব্যবসার অধ্যায় সূচনা করবেন। এ জন্য আপনাদের প্রথমতো কে কি বলে তা থেকে দূরে থাকা খুব ই বেশী দরকার।
আপনারা সকলে ই জানেন যে বাংলাদেশ এর জনসংখ্যা অনেক বেশী এবং এই জনসংখ্যা আমাদের অনেক সমস্যায় ও ফেলে কিন্তু এই জনসংখ্যা ই আমাদের একটি বড় শক্তি । আমাদের এই ১৮ বা ২০ কোটির বাজার এ ব্যবসা করা খুব ই ভালো একটা সম্ভাবনা আছে। আপনি যে প্রোডাক্ট বা যিনিস সম্পর্কে ভালো বুঝেন তা নিয়ে আপনি জনবহুল কোন এলাকা বা বাজার এ বসে যান। দেখবেন আপনি কম হলে ও দিনে ৫০০/১০০০ টাকা লাভ থাকবে। এই ভাবে করেন সাথে যদি পারেন একটা ফেসবুক বিজনেস পেজ ও ইউটিউব চ্যানেল খুলে আপনার প্রোডাক্ট এর ভিডিও পোস্ট করুন । নিয়মিত পোস্ট করুন । দেখবেন আপনার ব্যবসা হয়তো একদিন আর ফুটপাথ বা রাস্তায় থাকা লাগবে না।
তখন আপনার ব্যবসায় হয়তো কিছু মানুষের কর্মষংস্থান ও হবে । এবং আপনি হবেন দেশ ও জাতীর জন্য অন্যন্য এক সম্পদ আর আপনার ব্যবসা আপনাকে অন্য পর্যায় নিয়ে যাবে।



0 মন্তব্যসমূহ