ই-কমার্স এবং ভবিস্যত বাজার দখল এর উপায় ।

 ই-কমার্স এবং ভবিষ্যত বাজার দখল এর উপায়



বর্তমান বিশ্ব প্রোযুক্তির বিশ্ব । আগে মানুষ তার নিত্য প্রয়োজনীয় পন্য কিনত বাজার বা হাট থেকে । কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। মানুষ তার নিত্য চাহিদা পূরণ করে হাতের ছোয়ায় । ইন্টারনেট মানুষ কে এখন অনেক কাছে নিয়ে এসেছে। ইন্টারনেট এর ই একটি শাখা বলা যায় ই-কমার্স কে। ই-কমার্স এর মাধ্যমে যে কেউ ই যে কোন প্রোডাক্ট কিনতে পারে এক ক্লিক এ ই । 

ভবিষ্যত এর বাজার  দখল এর জন্য দরকার সঠিক এস ই ও , বাজার এবং পন্য বিশ্লেষন এবং সঠিক মার্কেটিং। যত বেশী মানুষ এর কাছে আপনার পন্য পৌছাবে আপনার পন্য বিক্রি হওয়ার সম্ভাবনা তত ই বারবে। 

এসইও বা সার্স ইঞ্জিন অপ্টিমাইজেসন ঃ 



এসইও বা সার্স ইঞ্জিন অপটিমাইজেসন বলতে বুঝায় কোন সাইট বা পন্য কে সার্স ইঞ্জিন এ র‍্যাঙ্ক বা প্রথম সারি তে নিয়ে আসা। কেউ যদি কোন পন্য বা সেবা বা কোন কিছু খুজে প্রথম সারি তে বা প্রথম দিকে পাওয়া যায় তার পন্য বা সেবা তত বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার ব্যবসা বা উদ্যোগ কে আগে নিতে হলে বর্তমান এ এসইও খুব ই একটি দরকারি বিষয় । 

বাজার এবং পন্য বিশ্লেষণ ঃ



পন্যের চাহিদা এবং পন্যের প্রয়োজনীয়তা বুঝতে হলে অবস্য ই বাজার বিশ্লেষণ করতে হবে। একটি পন্যের চাহিদা বা বাজার এ তার জনপ্রিয় তা কেমন তা বুঝার জন্য আপনারা গুগল ট্রেন্ড বা গুগল আনালাইটিক্স বা আরো অন্য অনেক টুল আছে যা ব্যাবহার করে আপনি অতি সহযে ই বুঝতে পারবেন যে কোন পন্যের বাজার এ চাহিদা এবং প্রয়োজনীয়তা কেমন । তাই বাজার এ ভালো কোন স্থান নিতে হলে অবস্য ই বিভিন্ন আধুনিক টুলস ব্যবহার করে বাজার এবং পন্য বিশ্লেষণ করতে হবে। 

মার্কেটিং ঃ 


মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বর্তমানে যেকোন ব্যবসায় এক যুগান্তকারী পরিবর্তন আনছে । ডিজিটাল মার্কেটিং করে আপনি আপনার পন্য আপনার টার্গেটেড মানুষ এর কাছে পৌছাইয়া দেওয়া খুব ই সহজ হইছে। আপনি ইচ্ছা করলে ই এখন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার পন্যের প্রচারণা করতে পারেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাই আপনার ব্যবসা বা উদ্যোগ কে আগে নিতে হলে বর্তমান এ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং খুব ই একটি দরকারি বিষয় ।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ