ব্যবসা কেন করবেন ?

 ব্যবসা কেন করবেন ? 





আজ আমরা আলোচনা কোরব যে আমাদের কেন ব্যবসা করা বা উদ্যোগতা হোওয়া উচিত। আমরা সকলে জানি যে আমাদের দেশ এ চাকরির বাজার কতটা কষ্ট সাদ্ধ্য । এক পরিসংখ্যান এ দেখা যায় যে, মোট কর্মক্ষম মানুষের মাত্র ২৫% চাকরি আছে । তাহলে প্রশ্ন যে বাকি রা তা হলে কি করে?
এর মধ্যে বাকি ৭৫% এর অর্ধেক এর মত বেকার আর বাকি অর্ধেক বিভিন্ন কাজ বা সাধারন শ্রমিক হিসেবে কাজ করে। তাহলে বুঝা যায় যে আমাদের দেশের প্রাই ৩২% কর্মক্ষম মানুষ বেকার। 

আর এই বেকার জনগষ্টি কে ইনকামের ব্যবস্থা না করলে এ দেশের উন্নতি সম্ভব না। 


কেন আপনি উদ্যোগতা হবেন? 

উদ্যোগতা আর ব্যবসা এই দুইটা আমরা প্রাই গুলিয়ে ফেলি। এক কথায় বলা যায় সকল উদ্যোগতা ই ব্যবসায়ি, কিন্তু সকল ব্যবসায়ি উদ্যোগতা না।  
আপনি কেন ব্যবসায়ি হবেন ? কারন আপনি দেশ কে কিছু দিতে চান। একজন ব্যবসায়ি যে শুধু নিজের আয়ের ব্যবস্থা করে তা না। বরং তারা অনেক মানুষের কর্মসংস্থান করে। সৎ উপায়ে ভালো কিছু করতে হলে ব্যবসা হল সব থেকে ভালো উপায় । 



এখন অনেকে বলবে যে আমার তো টাকা নাই আমি কি করে ব্যবসা করবো? বা আমি কি করে উদ্যোগতা হব ? 
হ্যা ব্যবসা করতে টাকা লাগে তা ঠিক আছে কিন্তু ব্যবসার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেট হল স্কিল। আপনি কিছু দিন বা কিছু বছর সময় দিয়ে আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন। তার পরে আপনি দেখবেন টাকা তেমন সমস্যা হবে না। যেমন আপনি যদি (ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন , ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য যে কোন) স্কিল ডেভেলপমেন্ট করে তার পরে একটি ফেসবুক পেজ বা ওয়েব সাইট খুলে এই সেবা গুলো বিক্রি করেন তাতে ও অনেক ভালো একটা ব্যবসা করা সম্ভব । 

ব্যবসা করা বা উদ্যোগতা হওয়ার জন্য এবং ব্যবসার নতুন নতুন আইডিয়া গুলো পাওয়ার জন্য আমাদের সাথে ই থাকুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ