গ্রাম এ বসে মাসে লাখ টাকা ইনকাম এর ব্যবসা আইডিয়া
আজকাল আমাদের দেশের প্রায় সকলে ই ব্যবসা করা বলতে বা নতুন কোন উদ্যোগ নিয়ে উদ্যোগক্তা হতে হলে শহরে থাকার যে প্রবনতা তা বেড়ে ই চলছে।
মানুষ এটা কখনও ভাবেই না যে গ্রাম এ বসে ও অনেক ভালো এবং বড় ব্যবসা ও গড়ে তুলা সম্ভব।
মনে করেন আপনি গ্রাম এ বাস করেন এবং আপনি গ্রাম থেকে ই বড় ব্যবসা করতে পারেন। এর জন্য সব থেকে যেটা বেশি প্রয়জোন তা হলো মনবল। আপনার মনবল ই পারে আপনাকে সর্বচ্চো সফলতা এনে দিতে।
আপনি এখন ভাবছেন যে কি এমন ব্যবসা যে গ্রাম এ বসে ই লাখ টাকা ইনকাম করা সম্ভব?
আসলে এটা শুধু ব্যবসা বললে ও ভুল হবে এটা সম্পূর্ণ একটা স্ট্রেটিজি বা ব্যবস্থা। এই ব্যবসায় লস এর সম্ভাবনা খুবই কম।
এই ব্যবসা টি হল ছোট ছোট কিছু ফুড কোর্ট এর ব্যবসা। আপনি প্রথমে কিছু জনবহুল জায়গা বা প্রতিষ্ঠান খুজে বের করুণ। অথবা এমন জায়গা খুজুন যেন মানুষ সময় কাটিয়ে আনন্দ পায়। এর পরে ওই সব যায়গা ৫-১০ টা ফুড কোর্ট বসিয়ে দেন। মনে করেন প্রতি ফুড কোর্ট থেকে আপনি যদি ১০-২০ হাজার টাকা ও ইনকাম করেন, তাহলে ও আপনি মাসে ৫০,০০০/- - ১০০,০০০/- টাকা ইনকাম করা সম্ভব। যা অনেক বড় বড় চাকরিজীবী রা ও করতে পারে না।
আর আপনি আশা করি এতক্ষনে বুঝতে পারছেন যে আমাদের দেশে খাবার এর চাহিদা কতটা বেশি, এ জন্য গ্রাম বা মহল্লায় বা শহর যেখান এ ই থাকেন না কেন, এই ব্যবসা আপনার জন্য খুব ই ভালো একটা ব্যবসা হতে পারে।
0 মন্তব্যসমূহ