ব্যবসা করতে চাই সাহস
সাহস বুদ্ধি ও ধৈর্য ই ব্যবসার মূল চালিকা শক্তি।
আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনার সাহস আর ধৈর্যের কোন বিকল্প নাই। অনেকে মনে করে টাকাই ব্যবসার প্রধান নিয়ামক । কিন্তু কঠোর অধ্যাবসয় আর পরিশ্রম ছাড়া কখন ও ব্যবসায় সফল হওয়া সম্ভব না । আপনি যদি ব্যবসার চ্যালেঞ্জ গুলো মোকাবেলা না করতে পারেন তাহলে ব্যবসা আগানো সম্ভব না । সঠিক ভাবে ব্যবসা কে আগিয়ে নিতে হলে অবশ্য ই আপনার এই চ্যালেঞ্জ গুলো অতিক্রম শিখতে হবে।
ব্যবসা করতে চাইলে বা উদ্যোগতা হতে চাইলে প্রথমে নিজের লক্ষ ঠিক করতে হবে। যত ই বাধা আসুক নিজেকে সেই বাধা অতিক্রম করা শিখতে হবে। ব্যবসায় নিজেকে সৎ অ সাহসি করে গড়ে তুলতে হবে। সব সময় ব্যবসার প্রসার ঘটানোর চেষ্টা করে যেতে হবে। নিজেকে কখন ও ছোট মনে করে যাবে না। গ্রাহক চাহিদা কে সব সময় মাথায় রেখে নিজের ব্যবসা কে যুগের সাথে তাল মিলিয়ে আগিয়ে নিতে হবে।
যুগের সাথে তাল মিলাতে না পারলে ব্যবসা উন্নতির বদলে অবনতি ই বেশি হয়। অনেক বড় বড় কম্পানি শুধু যুগের সাথে তাল মিলাতে না পেরে বিলিন হয়ে গেছে । এর মধ্যে নোকিয়া , ফুজি , সিম্বিয়ান এমন অনেক নামি দামি কম্পানি ও আছে। তাই উদ্যোগতা বা ব্যবসায়ি দের সব সময় যুগের চাহিদা বুঝে আগাতে হবে।



0 মন্তব্যসমূহ