কিভাবে আপনার ব্যবসা শুরু করবেন ............।

 

 কিভাবে আপনার ব্যবসা শুরু করবেন ............। 


আপনি কিভাবে ব্যবসা শুরু করবেন আজ তা নিয়ে বলব ।  নতুন ব্যবসা করতে হলে যে সকল ধাপ সমুহ অতক্রপম করতে হবে আজ তা নিয়ে কথা বলব। 


১। লক্ষ ঠিক করুন ঃ  যেকোন ব্যবসা করতে হলে প্রথমে আপনার লক্ষ্য ঠিক করুন । আপনার লক্ষ্য ঠিক থাকলে আর আপনার অপার ইচ্ছা শক্তি থাকলে আপনি অবশ্য ই ব্যবসায় সফল হতে পারবেন । 


২। আইডিয়া ঠিক করুন ঃ ভালো ব্যবসার জন্য দরকার ভালো আইডিয়া । যুগের সাথে তাল মিলিয়ে আইডিয়া ঠিক করে নিজের ব্যবসার প্রোসার ঘটানো খুব বেশি দরকারি । 


৩। মার্কেট অ্যানাল্যাইসিস করুন ঃ কোন ব্যবসা শুরু করতে হলে আপনার মার্কেট অ্যানাল্যাইসিস করা খুব বেশি দরকার । 



৪। ক্রেতা চাহিদা প্রাধান্য দিন ঃ কোন ব্যবসা কে লক্ষ্যে পৌছাইতে হলে অবশ্যই তার ক্রেতার চাহিদা কে প্রাধান্য দিতে হবে। ক্রেতা কি চায় তা বুঝতে পারলে আপনি সহজ এ ই ব্যবসায় সফল হতে পারবেন। 

৫। প্রচারেই প্রসার ঃ আপনার ব্যবসা কে বড় করতে হলে অবশ্য ই প্রচার এ অনেক বেশি মনোযোগী হতে হবে। যত বেশি এবং যত আকর্ষনিয় ভাবে প্রচার করতে পারবেন আপনার ব্যবসা তত শীঘ্রই বৃদ্ধি পাবে। 

একজন জ্ঞানি ও মূর্খ মানুষের মদ্ধ্যে একমাত্র পার্থক্য হল জ্ঞানি মানুষ কোন কিছু শুরু করার আগে সব দেখে জেনে বুঝে তারপরে শুরু করে আর মূর্খ লোক না জেনে না বুঝে শুরু করে পরে ক্ষতির সম্মুক্ষিন হয়। তাই আপনি যদি এই গুলো সব বুঝে জেনে তারপরে ব্যবসা শুরু করেন তা হলে আপনি অবশ্যই ব্যবসায় সফল হবেন । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ