নীরবে কাজ করে যাব, আমার কাজই একদিন চিৎকার করে সবার নজর কাড়বে

নীরবে কাজ করে যাব, আমার কাজই একদিন চিৎকার করে সবার নজর কাড়বে। 




যতই নিঃস্পৃহ, যতই উদাসীন হই না কেন নিজের একটা পরিচিতি আমরা সবাই চাই। সবাই আমাকে এক নামে চিনুক, আমাকে জানুক – এমন একটা গোপন ইচ্ছা কম বেশি আমাদের সবারই থাকে। এই সুযোগটা আপনি পেতে পারেন শুধুমাত্র আপনার কাজের মাধ্যমে। আপনার কাজই আপনাকে পরিচিতি এনে দেবে; আপনার পরিশ্রম, আপনার মেধার স্বীকৃতি পাইয়ে দেবে আপনার কাজ। শুধু চুপচাপ কাজ করে যান আর দেখে যান, আপনার নিজের কর্মই আপনাকে টেনে নিয়ে যাবে সাফল্যেরদিকে। যতই উপেক্ষা আসুক আপনার কাজ আপনার পরিচয় জানান দেবেই। আপনাকে কেউ আটকাতে পারবে না, কেউ দমাতেপারবে না।

সবশেষে শুধু এটুকুই বলবো, এ জীবন আমার। আমাকেই সাফল্যের দুয়ার খুঁজে নিতে হবে। আমার ভাগ্য আপনার কপালে নয়, আমার হাতেই। তাই এখন থেকেই নিজেকে গড়ে তুলতে হবে সফলতার মুকুট পরার জন্য।



স্বপ্নবিহীন প্রচেষ্টা অর্থহীন। তাই স্বপ্ন দেখানোর অভিপ্রায় নিয়ে, সাথে সেই স্বপ্নকে রক্ষণাবেক্ষণের দ্বায়িত্ব নিয়ে এগিয়ে চলছে "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন"। প্রিয় মেন্টরের ৯০ দিনের সেশন আমাদের নতুন উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ