ব্যবসা করার প্রধান হাতিয়ার কি টাকা?

 ব্যবসা করতে কি টাকা ই প্রধান হাতিয়ার... 



আজকের আধুনিক প্রযুক্তির যুগে কি ব্যবসার প্রধান হাতিয়ার টাকা? আমরা এখন বসবাস করতেছি প্রযুক্তির এক স্বর্ণ যুগে। যেখানে পৃথিবী এখন মানুষের হাতে হাতে। আপনি এখন যেকোন গ্রাম এ বসে ও অন্য যে কোন দেশের মানুষ এর সাথে খুব সহজ এ ই যোগাযোগ করতে পারেন । পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য  প্রান্তে খুব সহজে ব্যবসা করা যায়। 



টাকা ছাড়া বা স্বল্প টাকায় আপনি কিভাবে ব্যবসা করতে পারেন তা আমি এই আর্টিকেল এ আপনাকে খুব ভালো ভাবে বুঝাব । আপনি আমাদের সঙ্গে ই থাকুন ।  বর্তমান এ আপনাকে ব্যবসা করতে যত টা না দরকার টাকা এর চেয়ে বেশী দরকার আপনার দক্ষতা। আপনি যদি প্রযুক্তি বিষয় এ ভালো দক্ষতা অর্জন করতে পারেন তা হলে দেখবেন আপনার ব্যবসা করতে টাকার চেয়ে অনেক বেশী কাজ এ আসবে। আর প্রযুক্তি বিষয়ক আপনি কি কি কাজ বা দক্ষতা উন্নয়নের মাধ্যমে আপনি আপনার কাজ বা ব্যবসার ধরন প্রসারিত করতে পারেন তা নিম্নে দেওয়া হল । 

এই সব জ্ঞ্যান বা দক্ষতা উন্নয়নের মাধ্যমে আপনি নিজেকে এই বিশ্বায়নের যুগে নিজেকে এগিয়ে রাখলে আপনার কাজ বা ব্যবসার কোন অভাব হবে না আশা করি। 





  • ডিজিটাল মার্কেটিং
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট 
  • মাল্টিমিডিয়া 
  • এছাড়া আরো অনেক অনেক নতুন প্রযুক্তি যা আপনাকে অন্য দের থেকে অনেক এগিয়ে রাখবে।
আপনি যদি উপরের দক্ষ্যতা গুলো অর্জন করতে পারেণ তা হলে , আপনি যে কোন সেবা বা পন্য বিক্রয় করে খুব সহজে ই আপনার ব্যবসার প্রসার ঘটাতে পারেন। বর্তমান এই কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে আপনাকে উপরের দক্ষতা গুলোর সাথে অবশ্যই কৃত্তিম বুদ্ধিমত্তাকে সুন্দর ভাবে ব্যবহার করতে জানতে হবে। আপনি যদি সঠিক ভাবে কৃত্তিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার জানেন তাহলে আপনার ব্যবসার প্রসার ঘটাতে খুব ই সহজ হবে। 




তাই বর্তমানে ব্যবসা করতে আপনাকে অবশ্যি যুগের সাথে তাল মিলিয়ে নিজের দক্ষতা উন্নয়ন করতে হবে। এবং নিজের উপর বিনিয়োগ করতে হবে। তাহলে ব্যবসা করতে আপনার টাকা কোন বাধা ই হবে না। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ