২০২৬ সালে বাংলাদেশে শূন্য টাকা খরচে যে ৭টি অনলাইন ব্যবসা করে মাসে ৫০,০০০–২,০০,০০০ টাকা আয় করা যাবে
২০২৫ শেষ হতে চলেছে। যারা এখনও ভাবছেন “কীভাবে শূন্য টাকায় অনলাইনে আয় শুরু করব?”, তাদের জন্য এই পোস্ট। আমি নিজে এবং আমার কমিউনিটির অনেকেই এই ৭টি ব্যবসা ২০২৪-২০২৫ সালে করে লাখ টাকার উপরে আয় করেছি — এক টাকা ইনভেস্ট না করেই।
১. ফেসবুক মার্কেটপ্লেস + গ্রুপে ড্রপশিপিং (মাসে ৫০,০০০–১,৫০,০০০ টাকা)
- কোনো প্রোডাক্ট কিনতে হবে না।
- দারাজ, পিকাবু বা আলিএক্সপ্রেস থেকে ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করুন।
- অর্ডার আসলে তখনই প্রোডাক্ট কিনে কাস্টমারের ঠিকানায় পাঠান।
- প্রতি অর্ডারে ৫০০-২,০০০ টাকা প্রফিট। দিনে ৩-৫টা অর্ডার হলেই মাসে লাখ ছুঁয়ে ফেলবেন। টিপস: “ঢাকায় ২৪ ঘণ্টায় ডেলিভারি” লিখে পোস্ট করলে অর্ডার ৩ গুণ বাড়ে।
২. কনটেন্ট রাইটিং + এআই দিয়ে ফ্রিল্যান্সিং (মাসে ৪০,০০০–১,০০,০০০ টাকা)
- ChatGPT/Gemini দিয়ে আর্টিকেল লিখে Upwork, Fiverr, Freelancer.com-এ বিক্রি করুন।
- প্রতি ১০০০ শব্দের দাম এখন ৮-২৫ ডলার (১,০০০-৩,০০০ টাকা)।
- মাসে ২০টা অর্ডার নিলেই ৬০,০০০+ টাকা। ২০২৬ সালে এআই + মানুষের কম্বিনেশন সবচেয়ে বেশি চলবে।
৩. ইউটিউব শর্টস (মাসে ৩০,০০০–৩,০০,০০০ টাকা)
- মোবাইলে CapCut দিয়ে ৩০-৬০ সেকেন্ডের ভিডিও বানান।
- টপিক: মোটিভেশনাল কথা, গ্রামের লাইফস্টাইল, রান্না, জব টিপস।
- ১০০০ সাবস্ক্রাইবার + ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম হলেই মোন্টাইজেশন।
আমার একজন স্টুডেন্ট শুধু “গ্রামে ব্যবসার আইডিয়া” শর্টস দিয়ে মাসে ১.৮ লাখ টাকা করছে।
৪. পিক্সেলস/শাটারস্টক-এ ছবি আপলোড (মাসে ২০,০০০–৮০,০০০ টাকা)
- মোবাইলে ছবি তুলে (বাজার, মানুষ, খাবার, প্রকৃতি) Canva দিয়ে এডিট করে আপলোড করুন।
- একটা ছবি ১০০ বার ডাউনলোড হলে ২৫-৫০ ডলার আয়।
- প্যাসিভ ইনকাম — একবার আপলোড করলেই বছরের পর বছর টাকা আসবে।
৫. টেলিগ্রাম চ্যানেল + অ্যাফিলিয়েট মার্কেটিং (মাসে ৫০,০০০–২,০০,০০০ টাকা)
- একটা টেলিগ্রাম চ্যানেল খুলুন (নাম: “অনলাইন আয়ের সিক্রেট”)
- দারাজ, আলি এক্সপ্রেস, হোস্টিঞ্জার, ডোমেইন কোম্পানির অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করুন।
- ১০,০০০ মেম্বার হলে প্রতি মাসে ১-২ লাখ টাকা শুধু অ্যাফিলিয়েট থেকে।
৬. ফেসবুক পেজ মোনিটাইজেশন (ইন-স্ট্রিম অ্যাডস)
- ১০,০০০ ফলোয়ার + ৬০,০০০ মিনিট ভিউ হলেই ফেসবুক নিজে থেকে টাকা দেবে।
- ভাইরাল রিলস + লং ভিডিও দিয়ে ২-৩ মাসেই এই টার্গেট হয়ে যায়।
- প্রতি ১০০০ ভিউতে ৪০�ণ্ট ৪০০-১,২০০ টাকা আয়।
৭. লোকাল সার্ভিস প্রোভাইড ( ফ্রি কনসালটেশন দিয়ে পরে প্রিমিয়াম কোর্স বিক্রি)
- ফ্রি ওয়েবিনার করে লোক জড়ো করুন (যেমন “৭ দিনে ফ্রিল্যান্সিং শুরু”)
- তারপর ৯৯৯-২,৯৯৯ টাকার কোর্স বিক্রি করুন।
- একটা ওয়েবিনারে ৫০ জন এনরোল করলে ৫০,০০০ টাকা একদিনেই।
শেষ কথা ২০২৬ সালে যে কেউ মোবাইল + ইন্টারনেট দিয়েই লাখ টাকা আয় করতে পারবে — শুধু শুরু করতে হবে আজ থেকেই। আপনি কোন ব্যবসাটা দিয়ে শুরু করতে চান? কমেন্টে জানান, আমি পরের পোস্টে সেই টপিকের A থেকে Z গাইড দিয়ে দেব।
আর হ্যাঁ, এই পোস্টটা যদি হেল্পফুল লাগে তাহলে শেয়ার করে দিন — কারণ একজন মানুষের জীবনও বদলে যেতে পারে।



0 মন্তব্যসমূহ